রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ফুটবল ঘিরে দুঃস্বপ্ন

জাতীয় দলের বিশ্বকাপ বাছাই : কিংসের এএফসি কাপ

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল ঘিরে দুঃস্বপ্ন

অনুশীলনের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করে বাফুফে। দীর্ঘদিন পর প্রস্তুতিতে নামবে এতে করে ফুটবলাররাও ছিলেন স্বস্তিতে। কিন্তু ভয়ঙ্কর করোনা-ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ফুটবল

 

কাতার বিশ্বকাপ বাছাই প্রথম পর্বে ভালোই পারফরম্যান্স প্রদর্শন করেছে বাংলাদেশ। তারপরেও জয়ের মুখ দেখেননি তপু বর্মনরা। ভারতের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট ছিল লাল-সবুজরা। দ্বিতীয় লেগে ঘরের মাঠে তিন ম্যাচ বলে জয়ের স্বপ্ন দেখছিলেন জেমি ডের শিষ্যরা। মাঠে নামার আগেই সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ মাঠে গড়াতে পারেনি। অক্টোবরের তারিখ নির্ধারণ হয় দ্বিতীয় লেগের। কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। কিন্তু আফগানিস্তান, ওমান ও ভারতের সঙ্গে খেলবে সিলেটে।

ভয়ঙ্কর করোনার ঝড়ে ল-ভ- হয়ে যায় ফুটবল। ২৪ জনের মধ্যে ১৮ জন ফুটবলারই করোনা আক্রান্ত। এ যেন রীতিমতো বিস্ময়কর ঘটনা।

গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে যাদের নেগেটিভ এসেছিল। ক্যাম্পে যাওয়ার পর পজিটিভ হলো কিভাবে? ডা. ইমরান বলেন, ‘যেহেতু তাদের রেজাল্ট জানা যায়নি। তাই নেগেটিভ ভেবেই খেলোয়াড়দের ক্যাম্পে পাঠানো হয়। শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয় ১১ নয় ১৮ জন ফুটবলারের পজিটিভ শনাক্ত করা হয়েছে। ইমরান নিজেও হাসপাতালের কম্পিউটার চেক করে দেখেন ঘটনা সত্য। প্রশ্ন উঠেছে যেখানে যাদের রিপোর্টই পাওয়া যায়নি তাদের বাফুফে গাজীপুরে পাঠাল কেন? এ কেমন দায়িত্বহীনতা।

ফুটবলারদের বাফুফে থেকে একাধিক সতর্ক করা হয়েছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকেন। তাহলে কি তারা তা মানেননি। অভিজ্ঞ ফুটবলার মামুনুল ইসলামের বিরুদ্ধে খ্যাপ খেলার অভিযোগ উঠে। বসুন্ধরা কিংসের জিকো ছাড়াও আরও ক’জনার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। টিম ম্যানেজমেন্ট তাদের শোকজ করার চিন্তাভাবনা করছে। কোচ জেমি ডে বলেছেন, এসব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পজিটিভ হলেও কারোর ভিতর করোনা উপসর্গ নেই। ওরা মাঠে ফিরতে পারবে।

ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে সোমবার সব খেলোয়াড়ের পৃথক দুটি হাসপাতালে টেস্ট করা হবে। যাদের পজিটিভ ও নেগেটিভ যাই ধরা পড়–ক না কেন গাজীপুর সারাহ্ রিসোর্টে আইসোলেশনে রাখা হবে। অবস্থা এখন যে পর্যায়ে তাতে জাতীয় দলের ২৩ সদস্য দল গড়া নিয়ে চিন্তা আছে

বাফুফে। এদিকে বসুন্ধরা কিংসও দুশ্চিন্তায় রয়েছে। এমনিতেই তিন ফুটবলার ইনজুরিতে। তারপর আবার তাদের সাত ফুটবলার করোনা আক্রান্ত।

এএফসি কাপ বাছাই পর্বে তারা গ্রুপ চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে। এই সংকট না কাটলে কি দশা হবে। সভাপতি ইমরুল হাসান জানান, ‘অবশ্যই আমরা চিন্তিত। তবে সময় তো আছে। আশা করি টুর্নামেন্টের আগেই সবাই ফিট হয়ে যাবেন। তা না হলে অতিথি খেলোয়াড় নিতে হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর