মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রথম মেজর জিতলেন কলিন

ক্রীড়া ডেস্ক

প্রথম মেজর জিতলেন কলিন

টাইগার উডস ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি জিতেন ১৯৯৭ সালের এপ্রিলে (মাস্টার্স টুর্নামেন্ট)। ওই বছরেরই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন কলিন মরিকাওয়া। ২৩ বছর পর সেই টাইগার উডসকে অনেকটা পেছনে ফেলেই ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয় করলেন কলিন। ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পিজিএ চ্যাম্পিয়নশিপে চার রাউন্ড শেষে আন্ডার পার -১৩ স্কোর করে চ্যাম্পিয়ন হন ২৩ বছরের এই তরুণ। ট্রফির পাশাপাশি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে খেলতেন কলিন। পেশাদার গলফে নাম লেখানোর পর এর আগে দুটি ট্রফি জিতেছেন তিনি। গত বছরের জুলাইতে জয় করেছিলেন ব্যারাকুডা চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের জুলাইতে জয় করেছেন ওয়ার্কডে চ্যারিটি ওপেন। এরও আগে অ্যামেচার গলফার হিসেবে কলিন জয় করেছেন ৬টি টুর্নামেন্ট। ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয় করার পর কলিন বলেছেন, ‘এটা দারুণ ব্যাপার। জীবনের লক্ষ্য ছিল এই ট্রফি জয় করা। ছোট বেলা থেকেই আমি এসব পেশাদার গলফারদের খেলতে দেখেছি। সব সময়ই এমন কিছু জয় করতে চেয়েছিলাম।’ স্বপ্ন পূরণ করেই থেমে যেতে চান না তিনি। এবার সামনের দিকে চোখ কলিনের। এই তরুণ গলফার কতদূর যাবেন সময়েই জানা যাবে।

এদিকে পিজিএ চ্যাম্পিয়নশিপে যৌথভাবে রানার্সআপ হয়েছেন ইংলিশ গলফার পল আলেক্সান্ডার ক্যাসি এবং মার্কিন গলফার ডাস্টিন জনসন। দুজনেই আন্ডার পার -১১ স্কোর করেছেন। টাইগার উডস যৌথভাবে ৩৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন। আন্ডার পার -১ স্কোর করেছেন উডস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর