রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাকিবের অপেক্ষায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। ফিরেই তিনি শ্রীলঙ্কায় যোগ দিবেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে। কারণ, বাংলাদেশ তখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি শেষ করবে এবং অপেক্ষায় থাকবে দ্বিতীয়টির। ফিটনেস ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ শেষে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিসিবি অধীর অপেক্ষা করছে সাকিবের। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা শেষ হলেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

চলতি মাসের শেষ সপ্তাহে তিনি ঢাকায় ফিরে ব্যাটিং, বোলিং ও ফিটনেস অনুশীলন করবেন বিকেএসপিতে তার শিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বাংলাদেশ ক্রিকেট দল তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ২৩ সেপ্টেম্বর এবং সফরে প্রথম টেস্ট ২৪ অক্টোবর। সিরিজের বাকি দুটি টেস্টে সাকিব খেলবেন বলে জানান বিসিবি সভাপতি, ‘সাকিবের সঙ্গে কি কথা হয়েছে, সেটা বলা যাবে না। যখনই তার নিষেধাজ্ঞা উঠে

যাবে, তখনই সে আমাদের সঙ্গে খেলতে পারবে। তখন থেকেই সে অ্যাভেইলেভল। আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। তবে এটাও মনে রাখতে হবে তার ফিটনেস এবং প্রস্তুতির বিষয় আছে। সেজন্য সে নিজের মতো করে অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দেবে এবং খেলতে পারে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর