বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আগ্রাসী বায়ার্নের সামনে কৌশলী লিও

আগ্রাসী বায়ার্নের সামনে কৌশলী লিও

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে লিসবনের হোসে অ্যালভালাডে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিও। একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্টরা। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে খেলার লক্ষ্যে পথ চলতে থাকা অলিম্পিক লিও। বায়ার্ন মিউনিখ ফেবারিট হলেও অলিম্পিক লিওকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। বড় বড় দলকে হারিয়েই শেষ চারে উঠে এসেছে ফরাসি ক্লাবটি

বায়ার্ন

উৎফুল্ল লেবানডস্কি

বর্তমানে জার্মান জায়ান্টদের সেরা অস্ত্র পোলিশ স্ট্রাইকার রবার্ট লেবানডস্কি। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৩৪ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৪ গোল।

রণকৌশল

বায়ার্নের জার্মান কোচ হ্যান্স ফ্লিকের প্রিয় ফরমেশন ৪-২-৩-১। জার্মান জাতীয় দলের মতোই গতিশীল ফুটবল বায়ার্নের মূল শক্তি। প্রতিপক্ষকে কোনো সময়ই দিতে চায় না তারা।

সম্ভাব্য একাদশ

নিউয়ার, আলাবা, বোয়েটাঙ, কিমিচ, ডেভিস, গোরেজকা, আলকান্তারা, পেরিসিচ, মুলার, জিনাবরি ও লেবানডস্কি।

 

চ্যাম্পিয়ন্স লিগে শেষ পাঁচ ম্যাচ

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রথম সেমিফাইনাল

► চ্যাম্পিয়ন্স লিগে শেষবার বায়ার্ন-লিও মুখোমুখি হয়েছিল ২০০৯-১০ মৌসুমে। সেবার দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ।

► বায়ার্ন মিউনিখ ১২তম সেমিফাইনাল খেলতে নামবে চ্যাম্পিয়ন্স লিগে। এ টুর্নামেন্টে এরচেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে কেবল রিয়াল মাদ্রিদ (১৩বার)।

► রুডি গার্সিয়া (লিওর কোচ) দ্বিতীয় ফরাসি কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করতে পারেন। দেশম প্রথম ফরাসি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছিলেন ২০০৪ সালে।

► বায়ার্ন মিউনিখ দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম ৯ ম্যাচ জয় করেছে। এর আগে ২০০২-০৩ মৌসুমে বার্সেলোনা নিজেদের প্রথম ৯ ম্যাচ জয় করেছিল। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০টি করে ম্যাচ জয়ের রেকর্ডট বায়ার্ন (২০১৩) ও রিয়ালের (২০১৫)।

সরাসরি : সনি টেন ২, রাত ১টা

 

লিও

ক্যারিশমেটিক মুসা

ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে অলিম্পিক লিওর নায়ক ছিলেন ফরাসি স্ট্রাইকার মুসা ডেম্বলে। দুটি গোল করেছিলেন তিনি।

রণকৌশল

অলিম্পিক লিওর ফরাসি কোচ রুডি গার্সিয়ার প্রিয় ফরমেশন ৩-৫-২। মাঝ মাঠের দখল নিজেদের কাছে রাখতে পছন্দ করেন তিনি। তাছাড়া দলটা সব সময়ই সুযোগের সন্ধানে থাকে।

সম্ভাব্য একাদশ

লোপেজ, মার্শাল, মার্সেলো, ডেনায়ের, ক্যাকেরেট, আওয়ার, কর্নেট, ডিউবস, গুইমেয়ারেস, ইকাম্বি ও মেমফিস ডিপেই।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ পাঁচ ম্যাচ

 

হেড-টু-হেড

‘‘

আমি থমাস (পিএসজি কোচ) ও জুলিয়ানকে (লিপজিগ কোচ) নিয়ে আনন্দিত। আমাদের চেষ্টা থাকবে (সেমিফাইনালে অলিম্পিক লিওকে হারিয়ে) ফাইনালে তাদের একজনের সঙ্গে যেন দেখা হয়।

 

 

‘‘

আমরা জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটির মতো চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিটদের বিদায় করেছি। আমাদের সামনে এবার বায়ার্ন মিউনিখ। তাদেরকেও একইভাবে বিদায় করতে চাই চ্যাম্পিয়ন্স লিগ থেকে।

সর্বশেষ খবর