মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা
লড়ছে পাকিস্তান

বৃষ্টির পর ব্রডের ধাক্কা

সাউদাম্পটন টেস্ট ৪র্থ দিন

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির পর ব্রডের ধাক্কা

টেস্টের প্রথম তিন বৃষ্টি সমস্যা হয়ে দাঁড়ায়নি। গতকাল চতুর্থ দিন বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। তিনবার বন্ধ থাকার পর পুনরায় যখন শুরু হয় তখন এই রিপোর্ট লেখা পর্যন্ত ফলোঅনে পড়ে পাকিস্তানের সংগ্রহ  ১ উইকেটে ৮৪। ইনিংস হার এড়াতে সফরকারীদের আরও দরকার ২২৬ রান। এর আগে স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৮৩। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ ২৭৩। ইংলিশ ডান হাতি পেসার জিমি অ্যান্ডারসন ১৫৬ টেস্ট ক্যারিয়ারে ২৯ বারের মতো ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়ার পথ তৈরি করে নেন। তার উইকেট সংখ্যা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ছিল ৫৯৮টি। আর ২ উইকেট পেলেই টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখাবেন। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় অপেক্ষা বেড়েছে অ্যান্ডারসনের। ৮০০ উইকেট নিয়ে সবার উপরে মুত্তিয়া মুরলিধরন। দুইয়ে থাকা শেন ওয়ার্নের উইকেট ৭০৮ এবং তিনে থাকা অনিল কুম্বলের উইকেট ৬১৯টি। তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি জিতে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়টি বৃষ্টি বাধায় ড্র হয়। সিরিজের তৃতীয় ও শেষ চলছে সাউদাম্পটনে।      

সর্বশেষ খবর