বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ম্যাকমিলানই নতুন ব্যাটিং পরামর্শক

ক্রীড়া প্রতিবেদক

ম্যাকমিলানই নতুন ব্যাটিং পরামর্শক

পরিবারকে সময় দিতে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেন নেইল ম্যাকেঞ্জি। শ্রীলঙ্কা সিরিজের আগে প্রোটিয়াস কোচের হঠাৎ বিদায়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ, ম্যাকেঞ্জি ছিলেন মূলত সাদা বলের ব্যাটিং কোচ। লাল বলে কোচিং করতে রাজি হয়েছিলেন। দ্বীপরাষ্ট্রে বিপক্ষে টেস্ট সিরিজ বলে লাল বলের ব্যাটিং কোচ দরকার ছিল। তার বিদায়ের পর বিসিবি যোগাযোগ করে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে। তাকে লাল-সাদা উভয় বলের দায়িত্ব দিতে চাইছে বিসিবি। কিন্তু পরীক্ষামূলকভাবে তাকে শ্রীলঙ্কা সফরে আপাতত ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গতকাল প্রেস রিলিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রেইগ ম্যাকমিলানের নিয়োগের বিষয়টি। ব্ল্যাকক্যাপস অলরাউন্ডার ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডে ব্যাটিং ও ফিল্ডিং কোচ ছিলেন তার সময়ে ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনাল খেলে রানার্স আপ হয় নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর