শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আগেও বার্সা ছাড়তে চেয়েছিলেন

ক্রীড়া ডেস্ক

সেই ১৩ বছর বয়সে বার্সেলোনায় আসেন লিওনেল মেসি। ২০০০ সাল থেকে গড়া ওঠা সম্পর্কটা ২০২০ সালে শেষ হয়ে যাচ্ছে। তবে এর আগেও বেশ কয়েকবার বার্সা ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তারপরও মানিয়ে নিয়েছেন। বার্সেলোনাকে চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিয়েছেন।

 

২০১২ : ভিয়ার সঙ্গে দ্বন্দ্ব

স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া বার্সেলোনায় যোগ দেওয়ার মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গ্রানাডার বিরুদ্ধে এক ম্যাচে হাত দিয়ে ইশারা করে মেসিকে উইঙ্গার পজিশনে খেলতে ইঙ্গিত করে। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষেপে যান মেসি। এরপর চিলির তারকা আলেক্সিস সানচেজের সঙ্গেও মেসির কথা কাটাকাটি হয়। ম্যাচে সানচেজ মেসিকে ঠিক মতো পাস দিতেন। রাগে মেসি বলেছিলেন, ‘তুমি সত্যিই খুব বাজে।’ নানা ঘটনায় ২০১২ সালে একটা সময় ধৈর্য্যই হারিয়ে ফেলেছিলেন। রাগে ক্লাবই ছাড়তে চেয়েছিলেন।

 

২০১৩ : রোনালদোর সঙ্গে তুলনা

মেসি তখন ফর্মের তুঙ্গে। চার চারবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনা মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি করে। চুক্তি অনুযায়ী মেসির ১২ মিলিয়ন ইউরো।

ঠিক একই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ বার্ষিক ১৭ মিলিয়ন ইউরো বেতন দেয়। সময়ের সেরা খেলোয়াড় হয়েও কেন মেসি রোনালদোর চেয়ে কম বেতন পাবেন, বিষয় ক্লাব কর্তৃপক্ষকে জানান। ক্লাবের কাছে উপেক্ষিত হয়ে একটা সময় ক্ষিপ্ত হয়ে যান মেসি।

তারপর বার্সার পক্ষ থেকেই বিষয়টি সমাধান করা হয়, বলা হয় পরের বছরই মেসির বেতন বাড়ানো হবে। সেটি হতে পারে ২০ মিলিয়ন ইউরো।

 

২০১৫ : চেলসিতে যাওয়ার গুঞ্জন

কোচ লুইস এনরিকের সঙ্গে কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়ে মেসির। এ কারণে পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে মেসি মাঠে নামায়নি কোচ। এমনকি পরের ট্রেনিং সেশনেও মেসি দলের বাইরে রাখার ঘোষণা দেন কোচ। বিষয়টি মেনে নিতে পারেননি মেসি। এমন সময় সেস ফেব্রিগাস টুইট করেন, মেসি চেলসিতে যোগ দিচ্ছেন।

 

২০২০ : আবিদালের ঘটনায় হতাশ মেসি

চলতি বছরের ফেব্রুয়ারিতে এরিক আবিদালকে স্পোর্টিং ডিরেক্টর বানায় বার্সেলোনা। এই সিদ্ধান্তটি মনঃপূত হয়নি মেসির। এরপর কোচ ভালভার্দেকে বরখাস্ত করা হয়। তখন এরিক আবিদালকে উদ্দেশ্য করে মেসি ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেন, ‘স্পোর্টস মেনেজমেন্টে যোগ দেওয়ার পর উচিত নিজের কাজটা দায়িত্বশীলতার সঙ্গে পালন করা।’ তখন মেসির বার্সা ছাড়ার গুঞ্জনও উঠেছিল।

সর্বশেষ খবর