রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সবকিছু জয় করলে ব্যালন ডি’অর পাওয়া উচিত

রবার্ট লেবানডস্কি বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক

সবকিছু জয় করলে ব্যালন ডি’অর পাওয়া উচিত

দারুণ একটা মৌসুম কাটিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। জার্মান জায়ান্টদের জার্সিতে জয় করেছেন ট্রেবল (বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ)। মাত্র ৪৭ ম্যাচ খেলে ৫৫টা গোল করেছেন। সাম্প্রতিক সময়ে এমন পারফরম্যান্স কেবল মেসি আর রোনালদোর কাছ থেকেই দেখেছে ফুটবল বিশ্ব। কিন্তু লেবানডস্কির দুর্ভাগ্য, এবার ফিফার বর্ষসেরা কিংবা ব্যালন ডি’অর কোনোটাই পাচ্ছেন না। করোনাভাইরাসের কারণে খেলা ঠিকমতো না হওয়ায় কোনো ট্রফিই এবার আর দেওয়া হচ্ছে না। তাতে কী! লেবানডস্কি নিজেকেই ব্যালন ডি’অর ট্রফি দিয়ে দিলেন।

‘আমরা সবকিছুই জয় করেছি। সব প্রতিযোগিতাতেই আমি ছিলাম সর্বোচ্চ গোলদাতা। আমি মনে করি একজন ফুটবলার এতকিছু অর্জন করলে তার ব্যালন ডি’অর জয় করা উচিত।’ ওনেট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই কথাগুলো বলেছেন রবার্ট লেবানডস্কি। মূলত ব্যালন ডি’অরের ওপর নিজের দাবিটাই পরোক্ষভাবে জানালেন তিনি। কিন্তু বেশ আগেই এ বছর ব্যালন ডি’অর ট্রফি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ভাগ্যই বলতে হবে!

এ সাক্ষাৎকারে বার্সেলোনা ম্যাচ নিয়েও কথা বলেছেন লেবানডস্কি।

 

সর্বশেষ খবর