রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মানসিক যন্ত্রণায় এক সপ্তাহ ঘুমাতে পারিনি

বেন স্টোকস ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

মানসিক যন্ত্রণায় এক সপ্তাহ ঘুমাতে পারিনি

বাবা জেড স্টোকসের মস্তিস্কে টিউমার ধরা পড়েছে। ক্যানসার আক্রান্ত বাবার পাশে থাকতে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চাইছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা বেন স্টোকস। তিনি এখন নিউজিল্যান্ডে। ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই তিনি উড়ে যান জন্মভূমিতে। এখন সেখানে তিনি ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়ারেন্টাইন শেষ হলেই ক্রাইস্টচার্চে বাবাকে দেখতে পারবেন। স্টোকসের বাবা একজন সাবেক রাগবি খেলোয়াড়। গত ডিসেম্বরে মস্তিস্কে রক্তক্ষরণ হলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে নিউজিল্যান্ডে ফেরার পর ডাক্তাররা জানান, তার মস্তিস্কে টিউমার ধরা পড়েছে। অসুস্থতা নিয়ে জেড স্টোকস বলেন, ‘রাগবি খেলার সময় মাথায় অল্প বিস্তর আঘাত পেয়েছি। সম্ভবত সেগুলোরই অবদান।’ গত ডিসেম্বরে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের নানন্দিক ইনিংস খেলার সময়ই বেন স্টোকস শুনেছিলেন বাবার ক্যানসার হয়েছে। ৬৪ বছর বয়স্ক বাবার ক্যানসারের কথা শুনে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন বিশ্বকাপ তারকা। নিউজিল্যান্ডের মিডিয়াকে বেন স্টোকস বলেন, ‘এক সপ্তাহ ঘুমোতে পারিনি। মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম না। মানসিক জায়গা থেকে (টেস্ট সিরিজ) ছেড়ে চলে আসাটাই ঠিক মনে করেছি।’

সর্বশেষ খবর