করোনাভাইরাসের জন্য বাংলাদেশের চারটি সিরিজ স্থগিত হয়েছে। করোনায় খেলাধুলা বন্ধ না থাকলে এই সময়ে তিন টেস্ট খেলতে বাংলাদেশে থাকার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু হয়নি। পরিস্থিতির দিকে নজর রেখে স্থগিত সিরিজগুলো আয়োজন করতে বিসিবি যোগাযোগ চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। অস্ট্রেলিয়া ছাড়া স্থগিত হয়ে যাওয়া তিনটি সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, গতকাল মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছে সিইও নিজামুদ্দিন চৌধুরী, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছে, আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করব।’
বাকি সিরিজগুলো নিয়ে বলেন, ‘আমরা চেষ্টা করছি একটি সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটি আয়োজন করতে। আমরা প্রস্তুত থাকলেই হবে না, অস্ট্রেলিয়ার মতো বড় দলেরও সুযোগ সুবিধাগুলো দেখতে হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে একটি টেস্ট বাকি, সেটাও আয়োজনের বিষয়েও আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটিকে ওয়ানডে লিগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।’