শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘সাকিবকে সময় দিতে হবে’

ক্রীড়া প্রতিবেদক

‘সাকিবকে সময় দিতে হবে’

রাসেল ডমিঙ্গো

কয়েকদিন পরেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন এক বছর বাইরে থেকে ফিরেই আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়াটা খুবই কঠিন হবে তার জন্য।   তিনি বলেন, ‘এক বছর ধরে কোনো ধরনের ক্রিকেট খেলেনি সে। মাঠে ফিরতে মুখিয়ে আছে বিশ্বসেরা অলরাউন্ডার। তারপরও তাকে একটা পথ ধরে এগোতে হবে। অনুশীলনে থ্রো ডাউন, কিংবা বোলিং মেশিনে খেলে ম্যাচে চাপের মুখে ১৪০ কিলোমিটার গতির বল সামলানো খুবই কঠিন। আত্মবিশ্বাস ফিরে পেতে তার অনেক সময় লাগবে। আমরা সবাই জানি, সে একজন কোয়ালিটি ক্রিকেটার। আশা করি বাংলাদেশের হয়ে আগামী মৌসুম দুর্দান্ত কাটবে তার।’

সাকিব যুক্তরাষ্ট্র চলে গেলেও কোচের সঙ্গে যোগাযোগ হয় নিয়মিত। বুধবারও যোগাযোগ হয়েছে। এক বছরের বিরতি শেষে তার ফেরাটা অনেক কঠিন হবে বলেন টাইগার কোচ, ‘কালকেই তার সঙ্গে কথা হয়েছে আমার। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে সে। অন্য সবার মতো সাকিবেরও ক্রিকেটে মানিয়ে নিতে সময় লাগবে। যদি কেউ আশা করেন, ফিরেই সে মিরাক্যাল কিছু করে ফেলবে, তাকে অপেক্ষা করতে হবে।’

টুর্নামেন্ট শেষে ১৫ দিনের ছুটি নিয়ে দেশে ফিরে যাবেন কোচ ডমিঙ্গো। ক্রিকেটাররা মার্চের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন। বিসিবি প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টে উপরের সারি ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ।এ সম্পর্কে কোচ বলেন, ‘দীর্ঘদিন পর  প্রতিযোগীমূলক ক্রিকেট খেলছেন তারা। বোলারদের বিপক্ষে রান করতে তাদের কষ্ট করতে হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর