শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রিয়ালের ভাগ্য পরীক্ষার রাত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ক্রীড়া ডেস্ক

রিয়ালের ভাগ্য পরীক্ষার রাত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আজ তারা নিজেদের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের মুখোমুখি হবে। নকআউট পর্ব নিশ্চিত করার জন্য জয় প্রয়োজন রিয়ালের। এমনকি ড্র করলেও বিদায় নিতে পারে ১৩ বার ইউরোপ সেরার মুকুটজয়ীরা। আজ রিয়ালের ভাগ্য পরীক্ষার রাত।

চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বি গ্রুপের তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়েও দুইয়ে আছে শাখতার। তারা আজ ইন্টার মিলানের মুখোমুখি হবে। ৮ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে জার্মান ক্লাব মঞ্চেনগ্লাডবাখ। ইন্টার মিলান ৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে ড্র করলে অন্যদিকে শাখতারও যদি ইন্টারের সঙ্গে ড্র করে তবে নকআউট পর্বে যেতে পারবে না রিয়াল মাদ্রিদ। অবশ্য ইন্টার মিলান জিতলে সুযোগ থাকবে রিয়ালের। জটিল সমীকরণের হিসাব থেকে বাঁচতে হলে জিততে হবে জিদানের দলকে। দীর্ঘদিন পর গ্রুপপর্ব খেলেই বিদায়  নেওয়ার শঙ্কা জাগছে রিয়াল ভক্তদের মনে। ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ যুগ শুরু হওয়ার পর চারবার রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। এর বাইরে যতবারই অংশ নিয়েছে অন্তত গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তারা নকআউটপর্বে খেলেছ। প্রথমবারের মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে লস ব্ল্যাঙ্কোসদের সামনে।

কঠিন লড়াইয়ে নামছে রিয়ালের শহুরে ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা আজ মুখোমুখি হবে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গের। এই গ্রুপ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর আজ অন্তত একটা পয়েন্ট প্রয়োজন। সি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামছে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। তারা মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব মার্সেইয়ের। 

সর্বশেষ খবর