বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক

১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। মুজিব জন্মশতবার্ষিকী কর্মসূচির আওতায় এ ম্যারাথন রাখা হয়েছে। আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক বিগ্রেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান জানান, ইতিমধ্যে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।  সোমবার এক সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আয়োজক কমিটির সভাপতি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. সফিকুর রহমান, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর