বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শেষ বলে ছক্কায় চট্টগ্রামের জয়

ক্রীড়া প্রতিবেদক

টার্গেট ১৫৮ রান। গাজী গ্রুপ চট্টগ্রামে যেখানে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আছেন সেখানে তা মামুলিই বলা যায়। কিন্তু দলীয় ৬ রানের মাথায় লিটন দাস ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরত যান। ২৮ রানে মাহমুদুল হাসান ও দলীয় ৭১ রানে সৌম্য সরকার আউট হয়ে গেলে খেলাটি জেমকন খুলনার দিকেই ঝুলে পড়ে। শেষ পর্যন্ত শামসুর রহমানের দায়িত্বশীল ব্যাটিং ও নাহিদুল ইসলামের ২টি বিশাল ছক্কায় চট্টগ্রামই ৩ উইকেটে জয়ী হয়। ছয় ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ ম্যাচ অনেকটা নিশ্চিত করে ফেলে তারা। ১ বলে তখন ২ রানের দরকার। শামসুর রহমান ছক্কা হাঁকিয়ে স্বস্তির জয় এনে দেন। ৩০ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন তিনি। মাহমুদুল ২৪ রান করেন। ১০ বলে নাহিদুল ১৮ রান করলেও তার ২টি ছক্কায় ম্যাচের মোড় ঘুরে যায়। সাকিব ৩০ ও শুভাগত হোম ৩৪ রানের ২টি উইকেট পান। বঙ্গবন্ধু টি-২০ কাপে গতকাল খুলনার পক্ষে প্রথম খেলতে নেমে মাশরাফি ১ উইকেট পান। ১ রানে আউট হন তিনি। অন্যদিকে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ৯ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। শুভাগত হোম ৩২, ইমরুল ২৬, সাকিব ২৪ রানে আউট হন। মোস্তাফিজ ৩৪ রানে ৩ উইকেট পান।

সর্বশেষ খবর