বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনার টিকা পাবেন সব ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

আজ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দিয়ে বাংলাদেশে করোনা টিকা দেওয়া শুরু হবে। ভার্চুয়ালিযুক্ত হয়ে টিকা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে সবাইকে। ক্রীড়াঙ্গনেও করোনা এ টিকা নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই তৎপরতা চোখে পড়ছে। সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, করোনা টিকা দেওয়াটা খুবই জরুরি। বাফুফে রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক ফুটবলারকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয় কোচ, কর্মকর্তা এমনকি ক্রীড়া সাংবাদিকরাও এ তালিকায় রয়েছেন। তিনি বলেন, কবে আমরা শুরু করব তা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উচ্চ মহলে সবার সঙ্গে আলোচনা করছি। এখানে বড় ভূমিকা থাকবে ক্রীড়া প্রতিমন্ত্রী বা ক্রীড়া পরিষদের। নিশ্চয় তারা একটা গাইড লাইন দেবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন পড়বে।

টিকার ক্ষেত্রে জাতীয় দলের ফুটবলারদের প্রাধান্য দেওয়া হবে কিনা? সালাউদ্দিন বলেন, এখানে তো কোনো শ্রেণি ভাগ করা হবে না।

আমরা পেশাদার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অন্য জুনিয়র লিগে ফুটবলারদের জন্য টিকার ব্যবস্থা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা টিকা আমরা সবেমাত্র চেয়েছি। এরপর সবকিছু ঠিক হবে। এখানে তো ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা দরকার আছে। এমনো হতে পারে আমরা টিকা পাঠিয়ে দেব। আর তা দেওয়ার দায়িত্ব ক্লাবগুলোর।

সর্বশেষ খবর