শিরোনাম
বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ইমরুল চান দ্রুত মাঠে গড়াক লিগ

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগের প্রথম লেগ শেষ হয়েছে। এক মাস পেরিয়ে গেলেও দ্বিতীয় লেগের দেখা নেই। করোনাভাইরাসে লকডাউন চলছে। এ অবস্থায় ফুটবল কবে মাঠে গড়াবে তার নিশ্চয়তা নেই। বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী যে ভার্চুয়ালি সভা করেছেন তাতে প্রতিটি ক্লাবই দ্বিতীয় লেগ শুরু করার আহ্‌বান জানিয়েছে। সালামের টার্গেট ছিল এএফসি কাপ ও জাতীয় দলের ব্যস্ততা চিন্তা করে একটি খসড়া ফিকশ্চার তৈরি করে পরবর্তী সভায় ক্লাব প্রতিনিধিদের হাতে তুলে দেবেন। এখানে যে মতামত পাওয়া যাবে সেভাবেই লিগ কমিটি এগুবে।

সমস্যা হচ্ছে করোনাভাইরাস রোধে লকডাউনের মেয়াদ বেড়েছে। সামনেও বাড়তে পারে। এ অবস্থায় খসড়া ফিকশ্চার তৈরি করতে হিমশিম খাচ্ছেন সালাম। এমন জটিলতা থেকে বের হওয়া সম্ভব মনে করেন লিগ টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, ইউরোপে কেমন ব্যবস্থায় লিগ হচ্ছে তা উদাহরণ টানব না। সেই সুবিধা আমাদের এখানে সম্ভব নয়। আমাদের প্রেক্ষাপটের কথা চিন্তা করেও লিগ নামানো সম্ভব। লকডাউন থাকলেও সরকারের বিশেষ অনুমতি নিয়ে ফুটবল নামানো যায়। গ্যালারি শূন্য ও স্বাস্থ্য বিধি মেনে খেলা চালালে ভয়ের কিছুই নেই। প্রয়োজনে একাধিকবার ফুটবলার কোচ ও মাঠে যারা থাকবেন তাদের করোনা টেস্ট করা। বাফুফের উচিত হবে দেরি না করে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করা। মাত্র ১৩ দলের মধ্যে লিগ। স্বাস্থ্য বিধি মানলে অসম্ভবকে সম্ভব করা যায়। দেখেন করোনার ভয়ে খেলা বন্ধ রাখা হচ্ছে। এ সময়টা ফুটবলাররা বন্দী থাকলে উপকারের চেয়ে উল্টো হতে পারে। আমি তাই লিগ কমিটির কাছে আহ্‌বান জানাব দ্রুত সিদ্ধান্ত নিন। সময় যত গড়াবে অনিশ্চয়তা তত বাড়বে। আমার বিশ্বাস আমার মতো সবাই এ ব্যাপারে একমত হবেন।

সর্বশেষ খবর