সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

শাহাজাদা টিপুর সেই অসাধারণ গোল

ক্রীড়া প্রতিবেদক

২৫টি লড়াইয়ে ভারতের জয়ের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের জয় ৩টি। তবে দুই দেশের ফুটবল লড়াইয়ে দৃষ্টিনন্দন গোল বাংলাদেশেরই। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী নেপালকে ৪-০ গোলে হারায় ভারত। অন্যদিকে বাংলাদেশের শুরুটা হয়েছিল মালদ্বীপের কাছে হেরে। অনেকে ধরে নেন ভারতের ফাইনাল খেলাটা সময় ব্যাপার। ম্যাচ গোলশূন্য অবস্থায় এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সবাইকে চমকে দেন শাহাজাদা টিপু। প্রায় ৪০ গজ দূর থেকে দুরন্ত শটে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন। এই গোলই দুই দেশের মধ্যে সেরা হয়ে আছে এখনো। ২০০৩ সালে মতিউর মুন্নার গোলটাও ছিল অসাধারণ। এবার বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম লেগে জামাল ভূঁইয়ার ক্রসে সাদ উদ্দিন হেডে যে গোলটি করেন তাও ভোলবার নয়। ১৯৭৭ সালে অলইন্ডিয়া নাম দিয়ে ভারতীয় জাতীয় দল সেবার আগাখান গোল্ডকাপে অংশ নেয়। তাদের বিপক্ষে ঢাকা মোহামেডান ২-১ গোলে জয় পায়। ৩২ গজ দূর থেকে মোসাব্বেরের গোলটি ছিল অসাধারণ।

সর্বশেষ খবর