শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

কে হচ্ছেন উইম্বলডনের নতুন রানী

ক্রীড়া ডেস্ক

কে হচ্ছেন উইম্বলডনের নতুন রানী

উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ান মেয়ে অ্যাশলে বার্টি ও অস্টম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভা। সেমিফাইনালে অ্যাশলে বার্টি হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। অন্যদিকে অ্যারিনা সাবালেঙ্কাকে বিদায় করে ফাইনালে উঠেছেন ক্যারোলিনা প্লিসকভা। দুজনের কেউই উইম্বলডনের ফাইনাল খেলেননি। প্লিসকভা এর আগে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মধ্যে কেবল ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন। ২০১৬ সালের সেই ফাইনালে তিনি পরাজিত হয়েছিলেন অ্যাঞ্জেলিক কারবারের কাছে। অ্যাশলে বার্টিও এর আগে উইম্বলডনের ফাইনাল খেলেননি কখনো। তিনি ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন ২০১৯ সালে। প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলতে নেমে বিজয়ী হবেন কে?

অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকভা শেষবার মুখোমুখি হয়েছেন এ বছরেরই স্টুটগার্ট ওপেনের কোয়ার্টার ফাইনালে। সে ম্যাচে বার্টি তিন সেটের লড়াইয়ে বিজয়ী হয়েছেন। এর আগে দুজন সাতবার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছেন বার্টি। দুবার জিতেছেন প্লিসকভা। আজ ফেবারিট হিসেবেই ফাইনাল খেলতে নামবেন অস্ট্রেলিয়ান মেয়ে অ্যাশলে বার্টি।

 তার সামনে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। অন্যদিকে প্লিসকভা প্রথমবারের মতো ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেতে পারেন।

উইম্বলডনে গত কয়েক বছর ধরেই মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলছে। পুরনোদের মধ্যে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামস (২০১৬)। এরপর ২০১৭ সালে গারবিন মুগুরুজা, ২০১৮ সালে অ্যাঞ্জেলিক কারবার ও ২০১৯ সালে সিমোনা হালেপ নতুন চ্যাম্পিয়নের মুকুট জয় করেন। এবার কে? অ্যাশলে বার্টি নাকি ক্যারোলিনা প্লিসকভা?

সর্বশেষ খবর