বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ম্যারাডোনাকে ট্রফি উৎসর্গ মেসির

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছেন লিওনেল মেসি। কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাপমুক্তি হয়েছে তার। আর্জেন্টিনার দারুণ এ জয়টা দেখা হলো না দিয়েগো ম্যারাডোনার। তবে কোপা আমেরিকার ট্রফিটা প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকেই উৎসর্গ করলেন লিওনেল মেসি।

ইনস্টাগ্রামে লিওনেল মেসি লিখেছেন, ‘এই ট্রফি আপনাদের সবার জন্য। অবশ্যই দিয়েগোর (ম্যারাডোনা) জন্যও। আমার বিশ্বাস তিনি যেখানেই আছেন, সেখান থেকেই আমাদের সমর্থন জানিয়েছেন।’ পাশাপাশি পরিবার, স্বজন ও আর্জেন্টাইনদেরও এ ট্রফি উৎসর্গ করেছেন তিনি। ‘এই সাফল্য আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। কারণ, তারাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুুগিয়েছে। পাশাপাশি এই ট্রফি বন্ধুদের উৎসর্গ করতে চাই। এর সঙ্গে দেশের সাড়ে ৪ কোটি সাধারণ মানুষ তো আছেই। গত এক বছরের বেশি সময় অনেক মানুষ কভিডের জন্য তাদের প্রিয়জনদের হারিয়েছেন। এ ট্রফি তাদের জন্যও।’ সবশেষে একজন আর্জেন্টাইন হওয়ার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। আর্জেন্টিনায় করোনাভাইরাসের প্রকোপে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে।

সর্বশেষ খবর