খুব বেশি দিন হয়নি মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অস্কার ব্রুজোনের দল মন জয় করেছে সমর্থকদের। গত মাসে এএফসি কাপ ডি গ্রুপের
লড়াইয়ে তিনটি ম্যাচ খেলে একটিতে জিতেছে, দুটিতে ড্র করেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলেও দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোন এখন বাংলাদেশ জাতীয় দলের কোচ। পদবি বদলালেও পরিবেশ খুব একটা বদলায়নি। সেই মালদ্বীপ। দলের সদস্য সেই তপু বর্মণরা। বসুন্ধরা কিংসের ৯ জন ফুটবলার আছেন জাতীয় দলে। যাদের প্রায় সবাই সেরা একাদশে খেলেন। দলের বাকি ফুটবলারদের সম্পর্কেও ভালো ধারণা আছে অস্কারের।
চেনা পরিবেশে চেনা দল নিয়েই নতুন পরিচয়ে মালদ্বীপের মাটিতে অস্কার ব্রুজোন। স্প্যানিশ এ কোচ মালদ্বীপ সম্পর্কে ভালোভাবেই জানেন। আলি আশফাকদের সম্পর্কেও তার বেশ ভালো ধারণা আছে। মালদ্বীপের ক্লাব নিউ র্যাডিয়েন্টের কোচ ছিলেন অস্কার। তার অধীনেই নিউ র্যাডিয়েন্ট লিগ ও কাপসহ চারটি ট্রফি জেতে। সেই সময় এই ক্লাবে খেলতেন মালদ্বীপের তারকা ফুটবলার আলি আশফাকও। ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রিও এক সময় অস্কারের শিষ্য ছিলেন। চেনা প্রতিপক্ষদের সঙ্গে দল মাঠে নামাতে সুন্দর পরিকল্পনাই করছেন বসুন্ধরা কিংসকে টানা দুবার লিগ শিরোপা উপহার দেওয়া এ কোচ। গতকাল বিকালে ঢাকা ছেড়েছেন অস্কার ব্রুজোনরা। মালদ্বীপ পৌঁছেছেন সন্ধ্যায়। মালদ্বীপ যাত্রার আগে অস্কার ব্রুজোন বলে গেছেন, ‘সুনীল ছেত্রি আর আলি আশফাকদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তারা দুজনই আমার অধীনে খেলেছে। অতীত এ অভিজ্ঞতা এবার কাজে লাগবে।’বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কার (১ অক্টোবর)। জামাল ভূঁইয়ারা আপাতত এ ম্যাচ ঘিরেই পরিকল্পনা তৈরি করছেন। সাফ চ্যাম্পিয়নশিপের দলগুলোর মধ্যে একমাত্র লঙ্কানরাই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে অবস্থান করছে (বাংলাদেশ ১৮৯, শ্রীলঙ্কা ২০৫)। লঙ্কানদের বিপক্ষে তিন পয়েন্ট পেলে সামনের পথ সহজ হবে বলে মনে করেন অস্কার ব্রুজোন। ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি দলই বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে (ভারত ১০৭, নেপাল ১৬৮ ও মালদ্বীপ ১৫৮)। ভারতের সঙ্গে ড্র এবং মালদ্বীপ ও নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য অস্কার ব্রুজোনের। গত চারটি সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশকে এবার ফাইনালে নিয়ে যেতে চান অস্কার-জামাল জুটি। আর ফাইনাল তো, যে কোনো ঘটনাই ঘটতে পারে!