টি-২০ বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। মরু দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেই ঢাকা ছাড়বে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে টাইগাররা ৩ অক্টোবর ওমান যাবে। ঢাকা ছাড়ার আগে দুই দিনের কোয়ারেন্টাইন করবে দেশে এবং একদিন কোয়ারেন্টাইন করবে ওমানে। এরপর ৪/৫ দিনের অনুশীলন শেষে ৮ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আবুধাবিতে দুটি অফিশিয়াল টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে ম্যাচ দুটি হবে নব নির্মিত স্টেডিয়াম আবুধাবি ওভাল স্টেডিয়ামে। ১২ অক্টোবর ওভাল-২ মাঠে শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর ওভাল-১ মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচ দুটি খেলে মাহমুদুল্লাহরা ফের ওমান ফিরবেন ১৫ অক্টোবর। প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান এবং ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে।