বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রোনালদোর গোলে শেষ ১৬-তে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। পরশু রাতে লন্ডনে ফিরতি লেগে জুভেন্টাসকে গুঁড়িয়ে দিয়েছে টমাস টুখেলের শিষ্যরা। ৪-০ গোলে জুভেন্সটাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১৬তে জায়গা করে নিয়েছে চেলসি। বড় ব্যবধানে হারলেও সুপার সিক্সটিন আগেই নিশ্চিত করেছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ‘এইচ’ গ্রুপে চেলসি ও জুভেন্টাসের পয়েন্ট ৫ ম্যাচে ১২। সেরা ১৬ নিশ্চিত করেছে আরও দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল এবং বায়ার্ন মিউনিখ ও অ্যাজাক্স আমস্টার্ডাম।

ক্যাম্প ন্যুতে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করে সেরা ১৬ অনিশ্চিত জাভির বার্সেলোনার। গ্রুপ পর্বে টানা পঞ্চম জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লেবানডোভস্কি ও কোম্যানের গোলে ২-১ ব্যবধানে ডায়নাভো কিয়েভকে হারিয়ে ‘ই’ গ্রুপ থেকে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন। বায়ার্নের গ্রুপেই খেলছে বার্সেলোনা। পরশু রাতে ড্র করলেও প্রথম পর্বে কাতালানরা ৩-০ গোলে হেরেছিল বেনফিকার কাছে। ড্রয়ে বার্সার পয়েন্ট ৫ ম্যাচে ৭। নকআউট পর্বে খেলতে পরের ম্যাচ জিততেই হবে জাভির শিষ্যদের। সুইডেনের ক্লাব মালমোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জেনিত সেন্টপিটার্সবার্গ। দুই দলই আসর থেকে বাদ পড়েছে। ভিলারিওলের মাঠে ২-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম গোলের জন্য ইংলিশ জায়ান্টদের অপেক্ষায় থাকতে হয়েছিল ৭৮ মিনিট পর্যন্ত।

সর্বশেষ খবর