মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জিতে টেস্টের শীর্ষে ভারত

ক্রীড়া ডেস্ক

জিতে টেস্টের শীর্ষে ভারত

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল বিরাট কোহলির ভারত। চ্যাম্পিয়ন হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপেও উইলিয়ামসনদের কাছে হেরেছিলেন কোহলিরা। এবার মুম্বাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ টি-২০ বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়েছে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৩৭২ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। রেকর্ড জয়ে ভারত ফের টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছে। ভারতের র‌্যাঙ্কিং পয়েন্ট ১৪৪ এবং নিউজিল্যান্ডের ১২১। ৪৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৯ নম্বরে। ১০৮ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া, ১০৭ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড, পাকিস্তানের পয়েন্ট ৯২, দক্ষিণ আফ্রিকা ৮৮, শ্রীলঙ্কা ৮৩ ও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৫। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ৩১। পর্যন্ত টেস্ট না খেলায় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড র‌্যাঙ্কিংয়ে নেই। 

নিউজিল্যান্ডের লজ্জার হারেও বল হাতে উজ্জ্বল ছিলেন স্পিনার এজাজ প্যাটেল। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল রেকর্ড গড়েন। আগের দুই কীর্তিমান ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে। ভারতের দুরন্ত জয়ের ম্যাচসেরা হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল ১৫০ ও ৬২ রানের ইনিংস খেলে। ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা এজাজ প্যাটেল। সিরিজে তার উইকেট সংখ্যা ১৭টি। 

টেস্টের প্রথম ইনিংসেই হেরে যায় নিউজিল্যান্ড। ভারতের ৩২৫ রানের জবাবে গুঁড়িয়ে গিয়েছিল মাত্র ৬২ রানে। তখনই ম্যাচের নিয়ন্ত্রণে বসে পড়ে। এরপর ৫৪০ রানের টার্গেট ছুড়ে জয়োৎসবের মঞ্চ তৈরি করে নেয় ভারত। তৃতীয় দিন নিউজিল্যান্ড পার করে ৫ উইকেটে ১৪০ রান তুলে গতকাল সফরকারীদের ইনিংস গুঁড়িয়ে দিতে স্বাগতিক বোলাররা বল করেছেন ১১.৩ ওভারে। ২৭ রানের খরচে তুলে নিয়েছেন অবশিষ্ট ৫ উইকেট।

সর্বশেষ খবর