সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা-পুলিশ সেমিফাইনালে

রাশেদুর রহমান

বসুন্ধরা-পুলিশ সেমিফাইনালে

শেখ জামালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর আনন্দে মেতেছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা -রোহেত রাজীব

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারিতে গোলের অপেক্ষায় দর্শকরা। মুগদাপাড়া থেকে ‘বসুন্ধরা কিংস সমর্থক গোষ্ঠি’ লেখা বিরাট এক ব্যানার নিয়ে এক দল দর্শক অবস্থান নিয়েছেন গ্যালারিতে। কিন্তু গোল হয় না। স্টোয়ান ব্রানিয়েস, জনাথন ফার্নান্দেজ, রবসন রবিনহোরা বেশ কয়েকবার গোলের খুব কাছাকাছি পৌঁছালেও বল জালে জড়াতে পারেননি। প্রথমার্ধ্বটা এভাবেই কেটে যায়। তবে দ্বিতীয়ার্ধ্বে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি দর্শকদের। একের পর এক গোল উপহার দেন মতিন মিয়া আর জনাথন ফার্নান্দেজ। শেখ জামালের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাধীনতা কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সেমিফাইনালে রবসনদের প্রতিপক্ষ পুলিশ এফসি।

ম্যাচের ৫৮তম মিনিটে রবসন রবিনহোর বাড়িয়ে দেওয়া বল নিয়ে ডি বক্সে প্রবেশ করেন মতিন মিয়া। শেখ জামালের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলপোস্টের ডান কোণ দিয়ে বল জালে জড়ান তিনি। দারুণ এ গোলের পর মতিন মিয়ার পিঠ চাপড়ে প্রশংসা করেন কোচ অস্কার ব্রুজোন। ম্যাচটা এরপর নিয়ন্ত্রণে নিয়ে নেয় বসুন্ধরা কিংস। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ায় তারা। এবার ব্রাজিলিয়ান ফুটবলার জনাথন ফার্নান্দেজ ডি বক্সের বাইরে থেকে দুরন্ত গতির এক শটে বল জালে জড়ান। ৮১ মিনিটে আবারও জনাথন ফার্নান্দেজ। এবারে রবসনের পাসে বল পেয়ে ছোটো ডি বক্সের বাইরে থেকে চিপ শটে দারুণ এক গোল করেন তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি শেখ জামাল। যোগ করা সময়ে আলমগীর কবির রানা শেষ পেরেক ঠুকেন। রবসনের শট শেখ জামালের গোলরক্ষক ফিরিয়ে দিলে প্লেসিং শটে গোলটি করেন রানা। অবশ্য হলুদ জার্সিধারীরাও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। ওতাবেক, সলোমন কিংরা চেষ্টার কমতি করেননি। কিন্তু বসুন্ধরা কিংসের সর্বগ্রাসী আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি শেখ জামাল। যোগ করা সময়ে ইয়াসিন আরাফাতের পায়ে লাথি মেরে লাল কার্ড দেখেন শেখ জামালের অধিনায়ক সলোমন কিং। লাল কার্ড দেখেছেন দলটির কোচ ম্যানুয়েল মার্টিনেজও।

এদিকে দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ এফসি। ১৯৭৫ সালের স্বাধীনতা কাপে শেষবার সেমিফাইনাল খেলেছিল তারা। সেবার সেমিফাইনালে ইস্টএন্ডকে হারিয়ে দেয় পুলিশ। ফাইনাল খেলে বিজেএমসির বিপক্ষে। সেই শেষ। এরপর স্বাধীনতা কাপে আর কখনো সেমিফাইনাল খেলা হয়নি পুলিশের। দীর্ঘ ৪৬ বছর পর স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করল তারা। ২০১৮ সালের স্বাধীনতা কাপে রানার্সআপ শেখ রাসেল এবার কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায় নিল। পুলিশ এফসি ২০১৯-২০ ফেডারেশন কাপের সেমিতে খেলেছিল। সেবার তারা শেষ চারের লড়াইয়ে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হয়। ম্যাচের শুরুতেই বাজিমাত করে পুলিশ এফসি। ৪র্থ মিনিটে ডি বক্সের ডান দিক থেকে কর্নার কিক নেন আদিল কুসকুস। শেখ রাসেলের ডিফেন্ডাররা তা ফিরিয়ে দিলেও বল পান আদিল। তার পাসে বল পেয়ে ছোটো ডি বক্সে দাঁড়িয়ে থাকা আমিরুদ্দিন শরিফি অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান। পিছিয়ে পড়েও বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। তবে তারা বল জালে পাঠাতে ব্যর্থ হয়। এমনকি দ্বিতীয়ার্ধ্বে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফুটবলার এইলটন ম্যাকাডো। ম্যাচে দুই দলেরই একজন করে লাল কার্ড দেখেন। প্রথমার্ধ্বে সরাসরি লাল কার্ড দেখেন পুলিশ এফসির রাজু। দ্বিতীয়ার্ধ্বে দুই হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন শেখ রাসেলের হেমন্ত। আগামীকাল ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং প্রথম সেমিফাইনালে লড়বে। বসুন্ধরা মুখোমুখি হবে পুলিশের বিপক্ষে।

সর্বশেষ খবর