সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আশরাফুলের ব্যাটে রান

ক্রীড়া প্রতিবেদক

আশরাফুলের ব্যাটে রান

জাতীয় দলের বাইরে বহুদিন। তারপরও স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। সেই স্বপ্ন পূরণে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করছেন মোহাম্মদ আশরাফুল। করোনার জন্য এক মৌসুম পর গতকাল মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে খেলছে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল। চট্টগ্রামে ওয়ালটনের দুরন্ত বোলিংয়ে প্রথম দিনেই ২১৯ রানে অলআউট উত্তরাঞ্চল। বিপরীতে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন পার করেছে কেন্দ্রীয় অঞ্চল। চট্টগ্রামে ম্যাচ শুরুর আগে করোনা পজিটিভ হন ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলের আব্দুল মজিদ। এতে অবশ্য ম্যাচ মাঠে গড়াতে কোনো সমস্যা হয়নি। প্রথমে ব্যাট করে বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যান ছিলেন না কেন্দ্রীয় অঞ্চলের স্পিনারদের বিপক্ষে। যদিও দলটির দুই ওপেনার তানজিদ ও পারভেজ ৬২ রানের ভিত দিয়েছিলেন। কিন্তু রবিউল ও শুভাগতের ঘুর্ণিতে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ২১৯ রানে গুটিয়ে যায় ৬৫.১ ওভারে। এরপর কেন্দ্রীয় অঞ্চলের দুই ওপেনার মিজানুর ও মিথুন ৬১ রান তুলে অবিচ্ছিন্ন থেকে। মিথুন ৪৫ ও মিজানুর ১৮ রানে অপরাজিত রয়েছেন। রাজশাহীতে প্রথমে ব্যাট করে আশরাফুলের পূর্বাঞ্চল ২৬০ রান করে। আশরাফুল সর্বোচ্চ ৬১ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ১২০ বলে ৮ চারে। আশরাফুল ও ইমরুল কায়েশ উদ্ভোধনী জুটিতে ১০১ রান যোগ করেন। ইমরুল ৪৬ রানে আউট হন। দক্ষিণাঞ্চলের মেহেদী ও নাসুম ৫টি করে উইকেট পান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর