মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মেসির সামনে বেনজেমা

রোনালদোর সামনে সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও করিম বেনজেমা। গতকাল অনুষ্ঠিত হয়েছে নকআউট পর্বের ড্র। শেষ ষোলোতেই দেখা হচ্ছে পিএসজি ও রিয়াল মাদ্রিদের। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হচ্ছে লিওনেল মেসির। এর আগে শেষবার  ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালের মুখোমুখি হয়েছিলেন মেসি। সেসময় বার্সেলোনার জার্সিতে খেলেছেন তিনি। রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদে। দুই লেগের লড়াইয়ে ৩-১ ব্যবধানে রিয়ালকে হারিয়ে ফাইনালে খেলেছিল বার্সেলোনা। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলেন মেসিরা। দীর্ঘদিন পর আবারও মেসি-রিয়াল। এবার লড়াইটা হবে মেসি-বেনজেমার। সামনের ফেব্রুয়ারিতে প্রথম লেগে এবং মার্চে দ্বিতীয় লেগে মুখোমুখি হবেন দুজন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এবার মেসি-বেনজেমার লড়াই ছাড়া অন্য ফেবারিটদের সামনে সহজ প্রতিপক্ষ।

গতকাল বিকালে নকআউট পর্বের ড্র প্রথমে অনুষ্ঠিত হয়। সেই ড্রয়ে মেসি-রোনালদোর মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেই ড্র বাতিল করে গতকাল রাত আটটায় আবারও ড্রয়ের আয়োজন করে উয়েফা। এতেই উলট-পালট হয়ে যায় সব।

অন্যতম ফেবারিট বায়ার্ন মিউনিখ পরের ড্রয়ে বেশ সহজ প্রতিপক্ষ পায়। তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গের। ম্যানচেস্টার সিটিও বেশ সহজ প্রতিপক্ষ পেয়েছে। পেপ গার্ডিওলার দল মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির সামনে আছে ফরাসি ক্লাব লিলি। এছাড়া ফেবারিট লিভারপুলের সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ। তারা মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলানের। জুভেন্টাস মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের। দ্বিতীয়বারের ড্রতে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এর অর্থ, আবারও দেখা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুইস সুয়ারেজের। ডাচ ক্লাব আয়াক্স এবং পর্তুগিজ ক্লাব বেনফিকাও মুখোমুখি হচ্ছে শেষ ষোলোর লড়াইয়ে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর