শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ছন্দে ফিরতে অনুশীলনে মনোযোগী টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে নিউজিল্যান্ড বরাবরই কঠিন প্রতিপক্ষ। ব্ল্যাক ক্যাপস ক্রিকেটারদের চেয়েও প্রধান প্রতিপক্ষ দেশটির কন্ডিশন। সেটা জয় করা অনেক কঠিন। উপমহাদেশের দেশগুলো তাসমান পাড়ের দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেই সফর করে। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। সিরিজ খেলতে টাইগাররা ঢাকা ছাড়ে ৮ ডিসেম্বর মধ্যরাতে। এবার আগের যাওয়ার কারণ শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নয়, আগে গিয়েছে কোয়ারেন্টাইনের জন্য। ১১ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে গত তিন দিন ধরে ক্রাইস্টচার্চের লিঙ্কন পার্কে অনুশীলন করছেন মুমিনুলরা। লম্বা সময় ব্যাটিং ও বোলিংয়ের বাইরে থাকায় ছন্দহীন হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। ছন্দে ফিরতে টাইগার ক্রিকেটাররা গভীর মনোযোগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করছেন।

টি-২০ বিশ্বকাপে টাইগারদের ক্যাচ মিস ছিল দৃষ্টিকটূ। গোটা আসরে ৯-১০টি ক্যাচ মিস করেছিল ক্রিকেটাররা। যার খেসারত গুনেছে আসরে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও টেস্টে সিরিজে ফিল্ডিং আহামরি ছিল না।

সর্বশেষ খবর