বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সেমিতে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক

ঠিকঠাক মতোই চলছিল খেলা। ৩২.৪ ওভার খেলাও হয়েছিল। তখনো ঘুণাক্ষরে মনে হয়নি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত হবে। দুবাই আইসিসি একাডেমি মাঠে টাইগার যুবারা ব্যাট করার করছিল, তখনই মাঠের দুই আম্পায়ার খেলা বন্ধ করে দেন। জানা যায়, দুই ম্যাচ অফিশিয়াল করোনাভাইরাস আক্রান্ত। সঙ্গে সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া পয়েন্ট। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের যুবারা সেমিফাইনাল খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। আগামীকাল এসিসি একাডেমির ২ নম্বর মাঠে মুখোমুখি হবে ভারতের। কিছুদিন আগে কলকাতার ইডেন গার্ডেনে তিন দলের টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। যুব এশিয়া কাপে এই প্রথম করোনা হানা দিল।

সর্বশেষ খবর