শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কেপ টাউনে ফিরছেন ক্যাপ্টেন কোহলি!

ক্রীড়া প্রতিবেদক

কেপ টাউনে ফিরছেন ক্যাপ্টেন কোহলি!

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় দূরের কথা, খুব বেশি টেস্ট ম্যাচই জিততে পারেনি ভারত। চলতি সিরিজে সেঞ্চুরিয়ন টেস্ট জয়ের আগে দক্ষিণ আফ্রিকায় ভারত কেবল তিনটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল। কিন্তু এবার সিরিজের প্রথম ম্যাচেই বিরাট কোহলিরা প্রোটিয়াদের হারিয়ে দারুণ এক ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের ইঙ্গিত! কিন্তু তিন টেস্টের সিরিজে দ্বিতীয় ম্যাচেই ভারত হেরে যায়। পিঠের ইনজুরির কারণে খেলতে পারেননি কোহলি। তাকে ছাড়া খেলতে নেমে ম্যাচটা চারদিনেই হেরে যান কে এল রাহুলরা। তবে ভারতের জন্য সুখবর। ১১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় কেপ টাউন টেস্টেই ফিরতে পারেন অধিনায়ক কোহলি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।

জোহান্সবার্গের ওয়ান্ডারার্সে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ইনিংসে ২০২ রান করে অলআউট হলে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে করে ২২৯ রান। এরপর ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৬ রান করে দক্ষিণ আফ্রিকার সামনে ২৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয়। ডিন এলগারের অপরাজিত ৯৬ ও ডুসেনের ৪০ রানের ইনিংসে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে সমতায় ফেরে তারা। ম্যাচসেরার পুরস্কার জেতেন ডিন এলগার। পরাজয়ের পর ভারতের কোচ দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় বিরাট পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। দৌড়ানো শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দুই দিন।’ তিনি আরও বলেন, ‘কেপ টাউনে ম্যাচের আগে আরও দুটো নেট সেশন পাবে। তা ছাড়া এখনো চার দিন পরে খেলা। আমি আশা করছি ও খেলবে। ফিজিওর সঙ্গে এখনো আলোচনা করিনি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হলো, খুব একটা সমস্যা নেই।’ কোহলিকে নিয়ে মাঠে নামলে তৃতীয় টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলিরা!

সর্বশেষ খবর