শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পুরান ঢাকা রাঙাতে চায় রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

পুরান ঢাকা রাঙাতে চায় রহমতগঞ্জ

পেশাদার ফুটবল লিগে যারা অংশ নিচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে পুরনো ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পুরান ঢাকার চকবাজারের ব্যবসায়ীরা ব্রিটিশ আমলে এ ক্লাব প্রতিষ্ঠা করেন। প্রায় ৭০ বছর ধরে রহমতগঞ্জ ঘরোয়া ফুটবল খেলছে। পরিচিত দল হলেও এত দিনেও তাদের শিরোপা জয়ের রেকর্ড নেই। প্রাপ্তি বলতে ১৯৭৭ সালে ঢাকা প্রথম লিগ এবং একই বছরই লিবারেশন কাপে রানার্স আপ। ২০১৯ সালে ফেডারেশন কাপে প্রথমবার ফাইনালে উঠে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। রহমতগঞ্জের অনেক পড়ে এসে অন্য ক্লাবগুলো শিরোপা মাতলেও পুরান ঢাকায় সেই স্বপ্নের ট্রফি কখনো যায়নি। ঢাকা মোহামেডানের চেয়েও পুরনো ক্লাব তারা। শত বছরের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে কী না শিরোপাশূন্য। তাদের বড় পরিচয় জায়ান্ট কিলার হিসেবে।

অতীতে যাই হোক না কেন, রহমতগঞ্জ এবার ইতিহাস গড়তে চায়। উৎসবে রাঙাতে চায় পুরান ঢাকাকে। সেই সুযোগও হাতছানি দিচ্ছে তাদের। আগামীকাল বসুন্ধরা কাপ ফেডারেশন কাপে ফাইনালে তারা লড়বে আসরের সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে। ২০১৯ সালে ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে দুর্ভাগ্যক্রমে ১-২ গোলে হারলেও এবার তীরে তরী ডোবাতে চায় না ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সিধারীরা। তাছাড়া আগামীকাল প্রতিশোধ নেওয়ার সুযোগও থাকছে দলটির। ৪৫ বছর আগে ১৯৭৭ সালে লিগ ফাইনালে ঢাকা আবাহনীর কাছে হেরে যায় রহমতগঞ্জ। চার দশক পর সেই সুযোগ কাজে লাগাতে চায় তারা। আট বছর ধরে রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইমতিয়াজ হামিদ সবুজ। তিনি বলেন, ‘নানা সমস্যায় শিরোপা অধরাই থেকে গেছে। সব কিছু ভুলে আমাদের টার্গেট একটাই, ফেডারেশন কাপে শিরোপা জিততে চাই। আবাহনী শক্তিশালী। আমরাও বা কম কীসে। শেখ রাসেল ও মোহামেডানের মতো খ্যাতনামা দলকে হারিয়ে ফাইনালে এসেছি। ছেলেদের মাঝে আত্মবিশ্বাস কাজ করছে। শিরোপা জিততে ছেলেরা জীবন বাজি রেখে লড়াইয়ে নামবে।’

আগের দিন সেমিফাইনালের মতো কঠিন লড়াইয়ে খেলেও রহমতগঞ্জের খেলোয়াড়রা গতকালও অনুশীলন করেছে। কোচ সৈয়দ গোলাম জিলানি বলেন, ‘আবাহনী অনেক শক্তিশালী দল। তারপরও বলব ছেলেরা গুছিয়ে খেলতে পারলে বিজয় উৎসব করা সম্ভব।’ ২০১৯ সালেও তার প্রশিক্ষণে রহমতগঞ্জ ফাইনাল খেলে। অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ বলেন, ‘আমাদের ভাবনায় শুধুই শিরোপা’।

সর্বশেষ খবর