শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তিন গেমসের চ্যালেঞ্জ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

২০২২ সালে বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট কোনটি? এ নিয়ে কাউকে সংশয়ে থাকতে হবে না। এক কথায় বলে দেবে বিশ্বকাপ ফুটবল। হ্যাঁ, দুনিয়া কাঁপানো এ আসর ধীরে ধীরে এগিয়ে আসছে। দ্বিতীয়বারের মতো এশিয়ায় আয়োজন হবে বিশ্বকাপ।

২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ আয়োজক হলেও এবার কাতার এককভাবে এত বড় আয়োজনের দায়িত্ব পালন করবে। বিশ্বকাপ ছাড়াও চলতি বছর কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো মেগা আয়োজন রয়েছে।

যেখানে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নেবে। ইসলামী সলিবারিটি গেমসও রয়েছে। এখান থেকেই বাংলাদেশের সোনা জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

এশিয়ান গেমস চীনে আর কমনওয়েলথ হবে বার্মিংহামে। দুটি গেমসে বাংলাদেশ কোন কোন ডিসিপ্লিনে অংশ নেবে তা চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। যেসব খেলায় পদক জয়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জ জাগতে পারে সেগুলোকেই গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ খবর