শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মেয়েদের সাফ ফুটবল এবার ভারতে

ক্রীড়া প্রতিবেদক

গত মাসে অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। এবার অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভারতে। আগামী মার্চে (১৫-২৬ মার্চ) অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এ ছাড়া জুলাই-আগস্টে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ, সেপ্টেম্বরে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ এবং আগস্টে মেয়েদের মূল সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল দক্ষিণ এশিয়ান ফুটবল কর্তৃপক্ষ সাফের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়। এ ছাড়া মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়। এসব টুর্নামেন্টের সূচি নির্ধারণের পাশাপাশি সাফের দুটি কমিটি গঠিত হয়। ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এবং আপিলস কমিটি এএফসির প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর