মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আইরিশ ক্রিকেটে রূপকথা

ক্রীড়া ডেস্ক

আইরিশ ক্রিকেটে রূপকথা

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করল আয়ারল্যান্ড। এবারই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশে সিরিজ জিতল তারা। সিরিজের শেষ ম্যাচে নাটকীয়তার পর উইকেটে জয় পায় আয়ারল্যান্ড। সিরিজে তারা জয় পায় ২-১ ব্যবধানে।

আইরিশ ইতিহাস গড়ল তাদের রেকর্ডের ভেন্যু কিংস্টনে। এ মাঠেই ২০০৭ সালের মার্চে পাকিস্তানকে হারিয়েছিল তারা। এরপর তো পাকিস্তানের প্রধান কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যুতে আয়ারল্যান্ডকে আর আলোচনা হয়নি। আইরিশরা জিতেছে কাইরন পোলার্ডের নেতৃত্বে শক্তিশালী দলের বিরুদ্ধেই। সিরিজের প্রথম ম্যাচে তারা হেরেছিল ২৪ রানে। এরপর টানা দুই ম্যাচে জিতে ইতিহাসে নাম লেখালেন আইরিশরা। ক্রিকেটে এটিই তাদের সেরা অর্জন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছেন আইরিশ ক্রিকেটাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর