রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রানের পাহাড় গড়ে জয় চট্টগ্রামের

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

রানের পাহাড় গড়ে জয় চট্টগ্রামের

সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ইংলিশ ওপেনার উইল জ্যাকস। ১৯ বলে ২৭৩.৬৮ স্ট্রাইক রেটে চার মারেন ৭টি ও ছক্কা ৩টি। চলতি আসরে যা দ্রুততম হাফসেঞ্চুরি।

ঘরের মাঠে হার দিয়ে যাত্রা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল হাই স্কোরিং ম্যাচে মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম। ম্যাচটি জিতেছে নতুন অধিনায়ক নাঈম হাসানের নেতৃত্বে। সিলেটকে হারিয়ে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। সিলেটের চার ম্যাচে তৃতীয় হার। ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই নেতৃত্বে পরিবর্তন আনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তরুণ মেহেদী হাসান মিরাজের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিরা দায়িত্ব তুলে দেন অভিজ্ঞ নাঈম ইসলামের হাতে। শুধু নেতৃত্বের পরিবর্তন হয়নি, দলটির নিয়মিত কোচ পল নিক্সন গতকাল ফিরে গেছেন ইংল্যান্ডে। কোচের বিদায় এবং নেতৃত্বের পরিবর্তনে চট্টগ্রামের পারফরম্যান্স পাল্টে গেছে দুর্দান্তভাবে। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে চট্টগ্রাম। বিপিএলের চলতি আসরে এটাই প্রথম দুইশোর্ধ্ব স্কোর। বিপিএলে দলগত সর্বোচ্চ স্কোর অবশ্য রংপুর রাইডার্সের, ৪ উইকেটে ২৩৯। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সর্বোচ্চ দলগত স্কোর ৪ উইকেটে ২৩৮। গতকাল চট্টগ্রামের ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ইংলিশ ওপেনার উইল জ্যাকস।

সর্বশেষ খবর