রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

১১১ রানে অলআউট যুবারা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতীয় যুবাদের হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। নর্থ সাউন্ডে যুব বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে পরাক্রমশালী ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন রকিবুল হাসানরা। টস হেরে ব্যাটিংয়ে নেমেই রবি কুমারের বোলিং তোপে পরে টাইগার যুবারা। তার সুইংয়ে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। বাঁ হাতি রবি ৫ ওভারের প্রথম স্পেলে ৫ রানের খরচে ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন টাইগারদের উপরের সারির ব্যাটিং লাইন। বাঁ হাতি স্পিনার ভিকি অস্তাওয়ালের ঘূর্ণিতেও বিপাকে পরে টাইগার যুবারা। চার নম্বরে ব্যাট করতে নেমে শুধুমাত্র আইচ মোল্লাহ ১৭ রান করেন ৪৮ বলে ১ ছক্কায়। ১১১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এবার ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছিল টাইগার যুবারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর