রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

টাইব্রেকারে হার ম্যানইউর

ক্রীড়া ডেস্ক

পেনাল্টি মিস করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার খেসারত গুনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মিডলসবোরোর কাছে টাইব্রেকারে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। নির্ধারিত সময় ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটি পরে টাইব্রেকারে গড়ায়। মিডলসবোরো ৮-৭ গোলে জিতে পরের রাউন্ডে উঠেছে। রোনালদোর পেনাল্টি মিসের চেয়েও ম্যান ইউ কোচ রালফ রাংকিয়ের পোড়াচ্ছে মিডলসবোরোকে দেওয়া পেনাল্টি। এজন্য তিনি কাঠগড়ায় তুলছেন হ্যান্ডবলের পরিবর্তিত নিয়মকে। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যান ইউ। ১৯ মিনিটে পেনাল্টি পায়। কিন্তু মিস করেন রোনালদো। এরপর ২৫ মিনিটে স্বাগতিক ম্যান ইউ ১-০ গোলে এগিয়ে যায় জ্যাডন স্যানচোর গোলে। ৬৪ মিনিটে মিডলসবোরোকে সমতায় আনেন ম্যাট ক্রুকস।

এই গোল নিয়েই বিতর্ক। ম্যাচ শেষে ম্যান ইউ কোচ রাংকিন বলেন, ‘বলটিকে বাতাসে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ নেওয়ার সময় ডানকানের হাতে লাগে। এটা পরিষ্কার যে, গোলটি বাতিল হওয়া উচিত ছিল। কিন্ত শেষ পর্যন্ত বৈধ হওয়ায় আমি বেশ অবাক হয়েছি।’

সর্বশেষ খবর