গত আসরের ফাইনালও খেলেছিল। তবে রানার্স আপেই সন্তুষ্ট ছিল। হেরেছিল বাংলাদেশের কাছে। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ মিশন শেষ করেছে অষ্টম হয়ে। গতবারের রানার্স আপ ভারত অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ শেষ করেছে চ্যাম্পিয়ন হয়ে। শিরোপা জিততে ভারতীয় যুবারা ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। ১৯৮৮ সাল থেকে শুরু যুব বিশ্বকাপে ভারত এবার নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো ফাইনাল খেললেও একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল সেরা হয়েছেন রাজ বাওয়া এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার দেওয়াল্ড ব্রেভিস। ভারত সব মিলিয়ে সাতবার যুব বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার এবং রানার্স আপ দুবার। ফাইনাল সেরা হয়েছেন অলরাউন্ডিং পারফরম্যান্স করে রাজ বাওয়ার। বোলিংয়ে ৩১ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৩৫ রানের ইনিংস খেলেন। এন্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৪.৫ ওভারে ১৮৯ রান করে ইংল্যান্ড। বাওয়া ও রবির সাঁড়াশি আক্রমণে ইংলিশ যুবারা এক পর্যায়ে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংলিশ যুবারা। রবি ৩৪ রানে নেন ৪ উইকেট এবং বাওয়া ৩১ রানে নেন ৫ উইকেট। রিউ ৯৫ রান করেন ১১৬ বলে ১২ চারে। স্যালেস ৩৪ রানের অপরাজিত থাকেন। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায়। সেখান থেকে হারনুর সিং, শেখ রাশেদ, নিশান্ত সিন্ধু ও রাজ বাওয়া ১৪ বল হাতে রেখে যুব বিশ্বকাপের পঞ্চম শিরোপা উপহার দেন।