সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভারত খেলল ১০০০ ওয়ানডে ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়েই ওয়ানডে ক্রিকেটে ১০০০ ম্যাচ খেলল ভারত। প্রথম দল হিসেবে রোহিত শর্মার ভারত ওয়ানডে ক্রিকেটে হাজার ওয়ানডে ম্যাচ খেলল। ওয়ানডে ক্রিকেট শুরু ১৯৭১ সালে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচের সংখ্যা ৪৩৫৩। যা ভারতের ১০০০ এবং ওয়েস্ট ইন্ডিজের ৮৩৫ নম্বর ম্যাচ। ওয়ানডে খেলার সংখ্যায় দুইয়ে অস্ট্রেলিয়া, ম্যাচ সংখ্যা ৯৫৮টি।

৯৩৬ ম্যাচ নিয়ে তিনে পাকিস্তান, শ্রীলঙ্কা ৮৭০, ওয়েস্ট ইন্ডিজ ৮৩৫, নিউজিল্যান্ড ৭৭৫, নিউজিল্যান্ড ৭৬১, দক্ষিণ আফ্রিকা ৬৩৮, জিম্বাবুয়ে ৫৪১, বাংলাদেশ ৩৮৮, আয়ারল্যান্ড ১৭৬ ও আফগানিস্তান ১৩২ ওয়ানডে খেলেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে যজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরের সাঁড়াশি আক্রমণে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চাহাল ৪৯ রানের খরচে নেন ৪ উইকেট এবং সুন্দর ৩ উইকেট নেন ৩০ রানে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যাসন হোল্ডার ৭১ বলে ৪ ছক্কায়। ১৭৭ রানের টার্গেটে জয় পায় স্বাগতিক ভারত। অধিনায়ক রোহিত ৬০ রান করেন ৫১ বলে ১০ চার  ও এক ছক্কায়। নেতৃত্ব হারানো বিরাট কোহলি আউট হয়েছেন ৮ রানে।

সর্বশেষ খবর