সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হকির প্রাথমিক দলে ২৮ জন

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১১ মার্চ থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি শুরু হয়েছে। আসরের প্রস্তুতি হিসেবে হকি ফেডারেশন প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। এতে ২৮ জন খেলোয়াড় ডাক পেয়েছে। বিকেএসপিতে গোপীনাথ কৃষ্ণমূর্তির তত্ত্বাবধানে প্রশিক্ষণ চলবে। ডাক পাওয়া খেলোয়াড়দের ১২ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে কোচের কাছে রিপোর্ট করতে হবে। ২ ডোজ নেওয়া কভিড-১৯ এর ভ্যাকসিন সনদ ও ২ কপি ছবি ৮ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশনে জমা দিতে হবে। তাছাড়া ক্যাম্পে যোগ দিতে পারবে না। এএইচএফ কাপের পর বাংলাদেশের সামনে এশিয়ান গেমস। সেপ্টেম্বরে চীনে বসবে এশিয়া ক্রীড়ার সবচেয়ে বড় এ উৎসব। জাকার্তায় কোচ গোপীনাথ যাবে। তবে এশিয়ান গেমসে কোচের দায়িত্বে থাকবে দেশের কেউ। পারফরম্যান্স দেখেই গেমসে কোচ মনোনয়ন করা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর