সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিপিএলের চূড়ান্ত লড়াই

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের চূড়ান্ত লড়াই

ফরচুন বরিশালের হয়ে দারুণ খেলছেন সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার টানা ৫ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক তামিম ইকবালও। চলতি বিপিএলের চার সেঞ্চুরির একটি করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। কিন্তু দুর্ভাগ্য, তার দল মিনিস্টার গ্রুপ ঢাকা সুযোগ পায়নি কোয়ালিফাইয়ার্স ও এলিমিনেটর পর্বে খেলার। সাকিবের বরিশাল দুরন্ত ক্রিকেট খেলে বিপিএলের ফাইনালে উঠতে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে ইমরুল কায়েশের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ফ্লাড লাইটের আলোয় সাকিব, ক্রিস গেইল, ডুয়াইন ব্রাভো, মুজিব উর রহমানরা ব্যাট ও বলের লড়াইয়ে মেতে উঠবেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসিস, মঈন আলি, সুনিল নারাইনদের বিপক্ষে। জয়ী দল ফাইনাল খেলবে ১৮ ফেব্রুয়ারি। নিয়ম মেনে অবশ্য বরিশাল-কুমিল্লা ম্যাচের পরাজিত দলের ফাইনাল খেলার সুযোগ থাকছে। পরাজিত দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ী দলের। আজ দুপুর সাড়ে ১২টায় মিরপুরে এলিমিনেটর ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের খুলনা ও আফিফ হোসেনের চট্টগ্রাম। বিপিএলের চূড়ান্ত পর্বে মাঠে বসে খেলার দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

সাকিব প্রথমবারের মতো খেলছেন বরিশালে। দলভুক্ত হয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করার কথা জানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব, গেইল, ডুয়াইন ব্রাভো, মুজিব উর রহমানরা দারুণ খেলে লিগ পর্বে সবার উপরে ঠাঁই দিয়েছেন বরিশালকে। সাকিব ব্যাট হাতে ৩ হাফসেঞ্চুরিতে ২৭৬ রান এবং বোলিংয়ে ওভার প্রতি ৪.৯৫ স্ট্রাইক রেটে উইকেট নিয়েছেন ১৫টি। ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি ধারাবাহিক। ব্যাট হাতে রান করেছেন মাত্র ১০২। বোলিংয়ে উইকেট নিয়েছেন ওভার প্রতি ৮.১১ স্ট্রাইক রেটে ১৬টি। উইকেট না পেলেও আফগান স্পিনার মুজিব দারুণ মিতব্যয়ী বোলিং করছেন আসরে। দারুণ ব্যাটিং করেছেন তরুণ ব্যাটার মুনিম শাহরিয়ার। তরুণ ওপেনার ৪ ম্যাচে একটি হাফসেঞ্চুরিতে রান করেন ১৩৪। টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত রান করেছেন ১৬৩। প্রতিপক্ষ কুমিল্লাও দুর্দান্ত ক্রিকেট খেলেছে লিগ পর্বে। ব্যাটিংয়ের চেয়ে বোলিং বিভাগ বেশি শক্তিশালী ইমরুল বাহিনীর। দলটির চার বোলার দারুণ ধারাবাহিক। বিশেষ করে মুস্তাফিজ পুরো আসরে রয়েছেন বিধ্বংসী মেজাজে। ৮ ম্যাচে ওভার প্রতি ৬.৭২ গড়ে উইকেট নিয়েছেন ১৭টি। আসরে একমাত্র ৫ উইকেটও নিয়েছেন ‘কাটার মাস্টার’। মুস্তাফিজ ছাড়া আরেক পেসার শহিদুল ইসলামও ধারাবাহিক। দুই স্পিনার নাহিদুল ইসলাম ও তানভীর ইসলাম প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছেন প্রতি ম্যাচে। অফ স্পিনার নাহিদ ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। তানভীর নিয়েছেন ৯ ম্যাচে ১২ উইকেট। লিগ পর্বে দুই দল পরস্পরের বিপক্ষে হার-জিতের স্বাদ নিয়েছেন। মিরপুরে প্রথম লড়াইয়ে নাহিদের দুর্দান্ত স্পিনে ৬২ রানে বরিশালকে হারিয়েছিল কুমিল্লা। কুমিল্লার ৭ উইকেটে ১৫৮ রানের জবাবে ৯৫ রানে অলআউট হয়েছিল বরিশাল। নাহিদ ৪ ওভারের স্পেলে ৫ রানের খরচে নেন ৩ উইকেট। সিলেটে প্রতিশোধ নেয় বরিশাল। সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে ৩২ রানে জয় পায় দলটি। সাকিব ৫০ রানের পাশাপাশি ২ উইকেট নেন।

এলিমিনেটর ম্যাচটি পুরোপুরি স্নায়ু লড়াই। হেরে গেলেই আসর থেকে বিদায়। এমন স্নায়ুক্ষয়ী ম্যাচে মুশফিকের খুলনার ভরসা ব্যাটিংয়ে আন্দ্রে ফ্লেচার. সিকান্দার রাজা, ইয়াসির আলি, মেহেদী হাসান, সৌম্য সরকার, থিসারা পেরেরারা। কুমিল্লার বিপক্ষে ১০১ রানের হার না মানা ইনিংস খেলে খুলনাকে প্লে অফে টেনে তুলেন ক্যারিবীয় ওপেনার ফ্লেচার। প্রতিপক্ষ চট্টগ্রামের অনেকটাই নির্ভর করছে ইংলিশ ওপেনার উইল জ্যাকস, বেনি হাওয়েলের ব্যাটিংয়ের উপর। প্রথমবার খেলতে আসা জ্যাকস ১০ ম্যাচে রান করেছেন ৩৯৮। বোলিংয়ে ধারাবাহিক মৃত্যুঞ্জয় চৌধুরী। আসরের একমাত্র ‘হ্যাটট্রিকম্যান’ মৃত্যুঞ্জয় ১৩ উইকেট নিয়েছেন মাত্র ৬ ম্যাচে।

এছাড়া বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ, বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও ধারাবাহিকভাবে বোলিং করছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর