সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শেখ রাসেলের জয় ডরিয়েলটনের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের জয় ডরিয়েলটনের রেকর্ড

চতুর্থ রাউন্ড থেকে পেশাদার লিগ হবে ছয় ভেন্যুতে। ১২টি ক্লাব ভাগাভাগি করে লড়বে। বসুন্ধরা কিংসের সঙ্গে শেখ রাসেল ক্রীড়া চক্রের ঘরের মাঠ বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স। হোমে নামার আগে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। যা শুভ লক্ষণও বলা যায়। আগের দুই ম্যাচে শেখ রাসেলকে খুঁজে পাওয়া যায়নি চেনা চেহারায়। শক্তিশালী হয়েও ছন্দের দেখা মিলছিল না। প্রতিটি পজিশনে কেমন জানি খাপ ছাড়া ছিল। প্রথম ম্যাচে মোহামেডানের সঙ্গে ড্র করাটাই ছিল স্বস্তির। পরের ম্যাচে গোলের সুযোগ পেয়েও চট্টগ্রাম আবাহনীর অ্যাকাউন্টে পয়েন্ট জমা দিয়ে মাঠ ছাড়ে।

তৃতীয় ম্যাচে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে। কেননা বড় দলকে হারিয়ে লিগে জয়টা শুরু করল শেখ রাসেল। গতকাল মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিংকে। সাইফ দুই ম্যাচে জয় তাদের শক্তি তুলে ধরে। তৃতীয় ম্যাচেই হেরে গেল। লিগে এখন সব দলই পয়েন্ট হারাল। এ চিত্রই বলে দেয় শিরোপার লড়াই হবে হ্ড্ডাাহাড্ডি। কিরগিজস্তানের আইজার আখমেদভ মূল্যবান গোলটি করেন। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে তিনি  শেখ রাসেলকে এগিয়ে রাখেন। তিন ম্যাচে রাসেলের ৫ ও সাইফের সংগ্রহ ৬ পয়েন্ট।

এদিকে ঢাকা আবাহনী জয়ে ফিরেছে ডরিয়েলটনের ম্যাজিকে। হারিয়েছে জায়ান্ট কিলার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্স সোসাইটিকে। নায়ক নিঃসন্দেহে ব্রাজিলিয়ান ডরিয়েলটন। আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলের হার ঠেকিয়েছেন। গতকাল রেকর্ড গড়ে এনে দিলেন পুরো পয়েন্ট। তার হ্যাটট্রিকেই রহমতগঞ্জের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে এসেও ম্যাচ গোলশূন্য। আবাহনীর কপালে চিন্তার ভাঁজ। মুহূর্তে ডরিয়েলটন ম্যাজিকে মাঠ যেন কেঁপে উঠে। ৪০ মিনিটে প্রথম, ৪৩ মিনিটে দ্বিতীয় এরপর অ্যাডিশনাল ১ মিনিট তৃতীয়। ছয় মিনিটেই হ্যাটট্রিক। এমন দ্রুততম হ্যাটট্রিক পেশাদার লিগ তো বটেই বাংলাদেশের ঘরোয়া আসরে আর কখনো হয়নি।

সর্বশেষ খবর