সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আফগান ক্রিকেট দল সিলেটে

ক্রীড়া প্রতিবেদক

আফগান ক্রিকেট দল সিলেটে

দলের সেরা তারকা রশিদ খানকে ছাড়াই আফগানিস্তান ক্রিকেট দল এখন সিলেটে। ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হবে দলটির। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ১১ দিন আগে ঢাকায় আসে আফগানিস্তান। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং টি-২০ সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। চট্টগ্রাম ও ঢাকায় সিরিজ অনুষ্ঠিত হলেও সফরকারীরা ১০ দিনের ক্যাম্প করছে সিলেটে। আজ অনুশীলন শুরু করবে কভিড নেগেটিভ হলে। রশিদ ছাড়াও আরেক তারকা মোহাম্মদ নবী আসেননি দলের সঙ্গে। রশিদ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন লাহোর কালান্দার্সের পক্ষে। পিএসএল শেষে ২০ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দিবেন রশিদ।

আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার বিপিএলে খেলছেন। ১৮ ফেব্রুয়ারি বিপিএল শেষে মুজিব উর রহমানরা যোগ দিবেন দলের সঙ্গে। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। খেলা শুরু সকাল ১১ টায়। অথচ সূচিতে লেখা দিবা-রাত্রির ম্যাচ। টি-২০ সিরিজের ম্যাচ দুটি মিরপুরে হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ। ম্যাচ দুটি শুরু হবে দুপুর ৩টায়।

 

ফিকশ্চার (ওয়ানডে সিরিজ)

ম্যাচ                                       তারিখ                                   সময়                                      ভেন্যু

প্রথম ওয়ানডে    ২৩ ফেব্রুয়ারি     সকাল ১১টা                        চট্টগ্রাম

দ্বিতীয় ওয়ানডে  ২৫ ফেব্রুয়ারি     সকাল ১১টা                        চট্টগ্রাম

তৃতীয় ওয়ানডে  ২৮ ফেব্রুয়ারি     সকাল ১১টা                        চট্টগ্রাম

 

ফিকশ্চার (টি-২০ সিরিজ)

ম্যাচ                                       তারিখ                                   সময়                      ভেন্যু

প্রথম টি-২০                     ৩ মার্চ                                    দুপুর ৩টা             মিরপুর 

দ্বিতীয় টি-২০                      ৫ মার্চ                                    দুপুর ৩টা             মিরপুর 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর