সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

ক্রীড়া ডেস্ক

ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপে ২০১২ সালের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের কাছে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। প্রায় এক দশক পর এক ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়েই ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলল ব্লুজরা। শনিবার গভীর রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ব্লুজদের পক্ষে একটি গোল করেন রোমেলু লুকাকু ও কাই হ্যাভার্টজ।

দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ দেখলেন দর্শকরা। ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে চেলসি অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু আক্রমণের সংখ্যায় খুব একটা পিছিয়ে ছিল না পালমেইরাসও। অন টার্গেটে দুই দলই ৩টি করে শট নিয়েছে। তবে চেলসির পাসিং ফুটবলের সঙ্গে পাল্লা দিতে পারেনি ব্রাজিলিয়ান ক্লাবটি।

সর্বশেষ খবর