সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মাঠে ফিরছে দর্শক

ক্রীড়া প্রতিবেদক

ওমিক্রনের সংক্রমণ কমেছে। জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। খেলার মাঠেও দর্শক ফিরছে। বিপিএলের লিগ পর্বে দর্শক মাঠে বসে খেলা দেখতে পারেননি। তবে বাংলাদেশ সরকারের অনুমতি মিলেছে বিসিবির। ফলে আজ বিপিএলে এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার্স পর্বে দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। কিন্তু টিকিট কিনে কোনো দর্শক খেলা দেখতে পারবেন না। ৩/৪ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন, মুলত: ফ্র্যাঞ্চাইজির কোটায়। গতকাল বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, টিকিট জনসাধারণের কাছে বিক্রি করা হবে না। জনগণের জন্য টিকিট উন্মুক্ত করা হবে না।

টিকিটগুলো বিসিবি থেকে দেওয়া হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের কাছে। নকআউট পর্বে যাদের খেলা, তাদের টিকিট দেওয়া হবে। তারা নিজ নিজ সমর্থকদের কাছে টিকিট বণ্টন করবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর