শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

২৭ বছর পর ফুটবল মাঠে সাদেক

ক্রীড়া প্রতিবেদক

২৭ বছর পর ফুটবল মাঠে সাদেক

বাংলাদেশের হকির জীবন্ত কিংবদন্তি আবদুস সাদেক। সংগঠক হিসেবেও তাঁর পরিচয় হকি ঘিরে। অথচ তিনিও ছিলেন স্বনামধন্য ফুটবলার। ঢাকা আবাহনীর ফুটবলে প্রথম অধিনায়ক তিনি। তাঁর প্রশিক্ষণে ১৯৭৭ সালে আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ইতিহাসের সাক্ষী হতে সাদেক এসেছিলেন বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে। বসুন্ধরা কিংস অ্যারিনায় দেখেছেন বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির ঐতিহাসিক ম্যাচ। কিংবদন্তি এ খেলোয়াড় বললেন, ‘অনেক দিন পর ফুটবল মাঠে এলাম। যত দূর মনে পড়ে ১৯৯৫ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচ দেখেছি। এরপর আর ফুটবল মাঠে যাওয়া হয়নি।’ তিনি বলেন, ‘২৭ বছর পর ফুটবল মাঠে এলাম। ভালো লাগছে ইতিহাস গড়ার ম্যাচে এসে। বাংলাদেশের কোনো ক্লাব নিজেদের গড়া ক্রীড়া কমপ্লেক্সে ফুটবল খেলবে তা ছিল স্বপ্ন। তা বাস্তবে রূপ দিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা গ্রুপ দেশের ক্রীড়া উন্নয়নে গড়েছে বসুন্ধরা মাল্টি স্পোর্টস কমপ্লেক্স। এ এক মাইলফলক। এশিয়ার অনেক দেশেই এমন সৌন্দর্যময় কমপ্লেক্স নেই। এখনো কাজ সম্পন্ন হয়নি। তবু ক্রীড়াঙ্গনে এখন বড় আলোচনা বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স ঘিরে। আমার বিশ্বাস এই কমপ্লেক্স দেশের ক্রীড়াঙ্গনের শূন্যতা দূর করবে। তবে পেশাদার লিগ কমিটি এ ভেন্যু নিয়ে প্রথমে যা করেছে তা আমি অবাক হয়েছি। কেননা ফুটবলের দরকার ভালো মাঠ। তা থাকার পরও খেলতে হয়েছে অনুপযোগী মাঠে।’

 

সর্বশেষ খবর