শিরোনাম
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কিংসের ম্যাচ সল্টলেকে

ক্রীড়া প্রতিবেদক

কিংসের ম্যাচ সল্টলেকে

সিলেটে নয়, বসুন্ধরা কিংসকে খেলতে হবে কলকাতায়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো কলকাতা সল্টলেক স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বসুন্ধরা কিংস চেয়েছিল নিজেদের গ্রুপের ম্যাচ সিলেটে আয়োজনে। মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের খেলা। বাংলাদেশ চ্যাম্পিয়ন কিংসের গ্রুপে আছে ভারতের আই লিগের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, মালদ্বীপের ম্যাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। গ্রুপের চতুর্থ দল এখনো নির্ধারিত হয়নি। ছয় দলের প্লে-অফ খেলার পর চূড়ান্ত হবে গ্রুপের চতুর্থ দল। ঢাকা আবাহনী প্লে-অফে লড়বে। ১২ এপ্রিল সিলেটে খেলা হবে।

তবে আবাহনীর প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ১৮ মে ম্যাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে কিংস। ২১ মে প্লে-অফ থেকে আসা ও ২৪ মে গ্রুপের শেষ ম্যাচে লড়বে গোকুলাম কেরালার বিপক্ষে।

গতবার মালেতে ম্যাজিয়াকে ২-০ গোলে হারায় কিংস। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এএফসি সঙ্গে ড্র করলে শেষ ম্যাচে মোহনবাগানকে হারালেই পরবর্তী রাউন্ডে যেত। দুর্ভাগ্য কিংসের শুরুতে এগিয়ে গেলেও শেষ মুহূর্তের বিতর্কিত গোলে মোহানবাগান ড্র করে টুর্নামেন্টে টিকে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর