শিরোনাম
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ ফুটবল চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘ই’ গ্রুপে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়াকে গ্রুপে পেয়েছেন জামাল ভূঁইয়ারা। এই গ্রুপের প্রতিটি ম্যাচ হবে মালয়েশিয়ায়। আগে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাছাইয়ের খেলা হলেও এবার করোনার কারণে এক ভেন্যুতেই খেলা হবে। বাছাই পর্বের খেলা হবে ছয় গ্রুপে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। ৮ জুন বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ লড়বে। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ ১১ জুন। ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়া ও বাংলাদেশ মুখোমুখি হবে। এমন কঠিন লড়াইয়ে আগে বাংলাদেশ নিজেদের ঝালাই করার সুযোগ পাচ্ছে। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা উইন্ডো টায়ার-১ দুটি ম্যাচ খেলবে।

কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যদের পারফরম্যান্স ঝালাই করতে পারবে। হয়তো এ দুই ম্যাচ থেকে কোচ এশিয়া কাপে কাকে খেলানো যায় তা ধারণা পাবেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর