শিরোনাম
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইউক্রেন ফুটবল লিগ স্থগিত

ক্রীড়া ডেস্ক

প্রতিবেশী রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনে। এর ফলে ইউক্রেনের সরকার দেশটিতে সামরিক শাসন জারি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে জলে, স্থলে ও আকাশে-সর্বাত্মক আক্রমণ শুরু করে। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এতে করে ইউক্রেন ফুটবল লিগ বন্ধ করে দেয় দেশটির ফুটবল ফেডারেশন।

লিগ বন্ধ হওয়া পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ন দিনাভো কিয়েভ সবার উপরে রয়েছে পয়েন্ট টেবিলের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই যুদ্ধের ফলে ফাইনাল সরে যাওয়া প্রায় নিশ্চিত। শুধু ঘরোয়া ফুটবল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ নয়, এই যুদ্ধে বাধাগ্রস্ত হতে পারে দুই দেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোও। মার্চে রাশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড এবং ইউক্রেন খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ খবর