শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

কিংস-মোহামেডান মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারিনায় এ লড়াই অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নামবে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস অ্যারিনায় টানা তিন ম্যাচে অস্কার ব্রুজোনের দল হারিয়েছে পুলিশ এফসি (৩-০), রহমতগঞ্জ (৩-২) এবং শেখ রাসেল ক্রীড়া চক্রকে (১-০)। এবার চতুর্থ জয়ের অপেক্ষা। মোহামেডান লিগের চলতি মৌসুমে তৃতীয় জয়ের লক্ষ্যে খেলতে নামবে। এর আগে ছয় ম্যাচ খেলে দুটি জয় ও ৩টি ড্র করেছে তারা। একটিতে পরাজিত হয়েছে। গত দুই ম্যাচেই জয়ের দেখা পায়নি মোহামেডান। আবাহনীর কাছে ১-০ গোলে পরাজয়ের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। বসুন্ধরা কিংস লিগে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে (১৫ পয়েন্ট)। ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে তারা। হেরেছে একটিতে।

শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ছুটছে অস্কার ব্রুজোনের দল। তবে দলে ইনজুরি সমস্যা থাকায় সামনের পথ বেশ কঠিন হয়ে পড়েছে বসুন্ধরা কিংসের জন্য। চার বিদেশি ফুটবলারের মধ্যে মাঠে টিকে আছেন কেবল ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো।

বাকি তিনজনের মধ্যে জনাথন ফার্নান্দেজ ইনজুরি নিয়ে চলে গেছেন ব্রাজিলে। ইনজুরিতে আক্রান্ত ইরানের ডিফেন্ডার খালেদ শাফি এবং বসনিয়ার স্টোয়ান ব্রানিয়েস। বিদেশিরা না থাকলেও স্থানীয় ফুটবলারদের নিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে বসুন্ধরা কিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর