শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

ক্রীড়া ডেস্ক

বয়স মাত্র ৫২। এ বয়সেও তরুণের মতো প্রাণোচ্ছল ছিলেন শেন ওয়ার্ন। তার মতো বর্ণময় চরিত্রের ক্রিকেটার ক্রিকেট বিশ্বে আসেনি। কিংবদন্তির লেগ স্পিনার ওয়ার্ন হার্ট অ্যাটাকে মারা গেছেন। মারা গেছেন থাইল্যান্ডে। টেস্ট ক্রিকেটে  প্রথম ক্রিকেটার ৬০০ ও ৭০০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্বের অধিকারী ওয়ার্নের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। তার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন সবাই। ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি টুইট করে লিখেছে, ‘চির শান্তিতে থাক শেন ওয়ার্ন। তার এন্টারটেইনার ও ম্যাচ উইনার ক্রিকেটার হারিয়ে বিশ্ব আজ শোকস্তব্ধ।’ অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তির মৃত্যুতে বাকরুদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যুবরাজ ব্রায়ান লারা। হৃদয় ভেঙে যাওয়া ক্যারিবীয় কিংবদন্তির টুইট, ‘কিছুই বলার ভাষা পাচ্ছি না। বুঝতে পারছি না কীভাবে মনের অবস্থা বোঝাব। আমার বন্ধু চলে গেল! সর্বকালের সেরা একজন ক্রীড়া ব্যক্তিত্বকে হারালাম আমরা। ওর পরিবারের জন্য সমবেদনা। ওয়ার্নি, শান্তিতে থেকো। তোমাকে অনেক মনে পড়বে।’ ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘অবাক। স্তব্ধ। শোকে মুহ্যমান। তোমাকে অনেক মিস করব, ওয়ার্নি। তুমি আশপাশে ছিলে, এমন মুহূর্ত কখনো নিরুত্তাপ কাটেনি। মাঠে তোমার সঙ্গে লড়াই, মাঠের বাইরের হাসিঠাট্টা... সবসময়ই মনের মণিকোঠায় থেকে যাবে। ভারতীয়দের হৃদয়েও তোমার জন্য একটা বিশেষ জায়গা বরাদ্দ থাকবে।’ অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স লিখেছেন, ‘চির শান্তিতে থাকো কিং। তার ছিল শো ম্যানশিপ। অস্ট্রেলিয়ার অনেক তরুণ তাকে আইডল হিসেবে মানত। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ‘এটা খুবই বেদনাদায়ক।’ আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি লিখেছেন, ‘জীবন আসলেই অনিশ্চিত। এমন একজন তারকার এমন বিদায় মেনে নিতে পারছি না।’ বীরেন্দার শেভাগ, ‘বিশ্বাস হচ্ছে না।’ মোহাম্মদ সামী. ‘চির শান্তিতে থাকো’।

সর্বশেষ খবর